কোলকাতার একমাত্র পার্সিয়ান রাভানগা (Kolkata's Only Persian Ravangah)

পার্সিদের শেষকৃত্য ও 'টাওয়ার অফ সাইলেন্স' নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। যদিও এখন প্রায় বন্ধই হয়ে গেছে এই প্রথা, কারণ এই শবযাত্রার জন্য বিশেষ লোকজনের অভাব। এখন অনেক ক্ষেত্রেই তাদের দাফন করা হয়, কিংবা পুড়িয়ে দেওয়া হয়।

শেষকৃত্যের আগের শবদেহকে কিন্তু বাড়িতে রাখা হয় না। শরীরটা নিয়ে আসা হয় একটা বিশেষ বাড়িতে, যাকে বলে 'রাভানগা'। কেউ যদি মৃতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে চায়, তবে সে এখানেই করতে পারে। তবে হ্যাঁ, মৃতদেহকে স্নান করানোর পরে, কোনো অপার্সিয় লোকজনকে আর তা দেখতে দেওয়া হয় না। 

এখান থেকেই শবদেহ নিয়ে যাওয়া হয় 'টাওয়ার অফ সাইলেন্স'-এ। 

কোলকাতার একমাত্র 'রাভানগা'টি রয়েছে চাঁদনী চক অঞ্চলের সাকলাত প্লেসে। ১৯৩৩-৩৪ সালে বিখ্যাত পার্সি ব্যবসায়ী মানেকজি রুস্তমজির নামে তৈরী হয়েছিল এই রাভানগাটি, স্থপতি ছিলেন Ardeshir Dinshaw Vehvalval. বর্তমানে এখানে একটি দাতব্য চিকিৎসালয়ও আছে।
ঠিকানাটার লোকেশন দেওয়া রইলো।
https://maps.app.goo.gl/uyC2ASCoVWCr9dNx7


Comments

  1. সত্যিই কতো কিছু জানি না আমরা। Tower of Silence - এর কথা শুনেছি। বাইরে থেকে দেখেছি কিন্তু Ravangah - র অস্তিত্ব তাও আবার চাঁদনিতে। এ বড়োই চমচপ্রদ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

জন্নত-এ-জাকারিয়া : রমজানের সময় জাকারিয়া স্ট্রিটে ইফতারের খানা-খাজানার ইতিহাস (Jannat-e-Zakaria : a brief history of the Iftar foods available at Zakaria Street in Ramzan time)

একটা ঘড়ি, গেট আর এক বিস্মৃত রাজকুমার (The Ghari Ghar Gateway and a forgotten Prince)

নিমতলা আর নিয়ামাতুল্লা ঘাট মসজিদের গল্প (The story of Nimtala and Niyamathullah Ghat Mosque)