মধ্য হাওড়ার কালীবাবুর বাজারের বন্দ্যোপাধ্যায় বাড়ির ঐতিহ্যবাহী দুই দুর্গা পূজা (The Two Traditional Durga Pujas of the Bandyopadhyay Family at Kalibabu's Market, Central Howrah)
মধ্য হাওড়ার কালীবাবুর বাজারের প্রসিদ্ধ বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপূজা শুধু প্রাচীনই নয়, এর রয়েছে এক বিশেষ ঐতিহ্য। প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এই পূজা। তবে এই বাড়ির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, একই পরিবারে হয় দুটি প্রতিমার পুজো—যা প্রাচীন পুজো ও নতুন বাড়ির পুজো নামে পরিচিত। নিয়মনীতি এবং আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে এই দুই পুজো অভিন্ন, এবং দেবী বিসর্জনও হয় একসঙ্গে। পুজোর এই দিনগুলিতে পুরো বন্দ্যোপাধ্যায় পরিবার একজোট হয়ে উৎসব পালন করে। মধ্য হাওড়ার সমৃদ্ধিতে বন্দ্যোপাধ্যায় পরিবারের অবদান আজও মুখে মুখে ফেরে। এই পরিবারের আদি প্রাণপুরুষ ছিলেন গিরীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি মধ্য হাওড়ার জমিদারি লাভ করেন, উত্তর কলকাতার রাজবল্লভ চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের সূত্রে। তাঁর মধ্যমপুত্র কালী বন্দ্যোপাধ্যায়, যার নামে হাওড়ার একটি বিশাল বড় বাজার ও রাস্তা রয়েছে। এনাদের দুর্গামন্দিরের সাথেই একটি গোপাল জিউ এর মন্দির আছে। মন্দিরের প্রতিষ্ঠালিপিতে লেখা আছে আনুমানিক ১০৫০ বঙ্গাব্দ, অর্থাৎ ১৬৪৩ খ্রিস্টাব্দ। তবে এটি অনেক পরের ফলক (সম্ভবত সংস্কারের সময়...