গঙ্গার তীরে কালের সাক্ষী: বরানগরের কৃপাময়ী কালীবাড়ি (Witness to Time on the Ganges: The Kripamoyee Kalibari of Baranagar)
গঙ্গার শান্ত তীরে, কালের নীরব পদধ্বনির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বরানগরের কৃপাময়ী কালীবাড়ি – যেন এক জীবন্ত ইতিহাস। একদা এই গঙ্গার ধারেই গড়ে উঠেছিল প্রতাপশালী জমিদার আর ধনকুবের বণিকদের বসতি। তাঁদের অনেকেই এই পবিত্র তীরে স্থাপন করেছিলেন দেবালয়, রচনা করেছিলেন উপাসনার শান্ত নীড়। সময়ের নিষ্ঠুর স্রোতে অনেক মন্দির কালের গর্ভে বিলীন হয়েছে, নয়তো অযত্নে ধুঁকছে। তবুও কিছু মন্দির আজও আপন মহিমায় উজ্জ্বল, প্রতিষ্ঠাতাদের বংশধরদের অক্লান্ত চেষ্টায় ফিরে পেয়েছে নতুন জীবন। বরানগরের মালপাড়ার কুঠিঘাটে শান্ত স্নিগ্ধ পরিবেশে বিরাজমান কৃপাময়ী কালীবাড়ি তেমনই এক ঐতিহ্যপূর্ণ মন্দির প্রাঙ্গণ, যা বহু যুগের না বলা কথা নীরবে শুনেছে। এই মন্দিরের প্রতিষ্ঠা করেন শোভাবাজারের বিখ্যাত ধনাঢ্য ব্যক্তি জয়নারায়ণ মিত্র। তাঁর পিতা রামচন্দ্র মিত্র এককালে এক জাহাজ ক্যাপ্টেনের বেনিয়ান রূপে অগুনতি অর্থ উপার্জন করেছিলেন। সেই বিপুল ঐশ্বর্যের উত্তরাধিকারী জয় মিত্র প্রথাগত শিক্ষায় পণ্ডিত না হয়েও ব্যবসায়িক দক্ষতায় আরও সম্পত্তি বৃদ্ধি করেন এবং দানধ্যান ও সামাজিক কল্যাণে মুক্তহস্তে অর্থ দান করতেন। শোভাবাজারের পথ আজও তাঁর ...