রয়্যাল ইন্স্যুরেন্স বিল্ডিং, ডালহৌসি (The Royal Insurance Building, Dalhousie)

ডালহৌসি অঞ্চলে সবথেকে সুন্দর বাড়িগুলোর মধ্যে একটি হলো রয়্যাল ইন্সুরেন্স বিল্ডিঙের বাড়িটি, যেটা ঠিক জিপিওর উল্টোদিকে অবস্থিত।



স্বাধীনতার আগে ইন্সুরেন্স কোম্পানিগুলো মূলতঃ ব্রিটিশদের দ্বারাই প্রভাবিত ছিল। সেরকমই একটি কোম্পানি ছিল 'রয়্যাল ইন্সুরেন্স কোম্পানি', যাদের কলকাতার অফিস ছিল এই বাড়িতে।



এই বাড়িটি এডওয়ার্ডিয়ান স্থাপত্যরীতিতে তৈরী, এবং এতে রয়েছে 'Blood and Bandage' লুক। এই বাড়ির ডিজাইন করেছিলেন T S Gregson of Messers Gregson, Batley & King (architects), Bombay.



১৯১৬ খ্রিষ্টাব্দে বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন Lord Carmichael, আর বিল্ডার ছিলেন জে. সি. ব্যানার্জী। তবে বাইরেটা ছাড়াও, ভিতরের কাঠের সিঁড়িটি আমাকে মুগ্ধ করেছে। তবে এখন গেটে সিকিউরিটির লোকজন বসিয়ে দেওয়াতে, ভিতরে ছবি তোলা নিয়ে সমস্যা হয়।

Comments

Popular posts from this blog

কোলকাতার পার্সি অগ্নি-মন্দিরগুলোর গল্প (The Parsi Fire Temples of Kolkata)

নতুন কোলকাতার পুরোনো ভুতেদের গল্প (Story of the Old Ghosts of New Calcutta)

গোবিন্দ সেন লেনের চুনী মণি দাসীর রথযাত্রা: এক শতাব্দীরও বেশি সময়ের ঐতিহ্য (Chuni Mani Dasi's Rath Yatra on Gobinda Sen Lane: A Century-Old Legacy)