রয়্যাল ইন্স্যুরেন্স বিল্ডিং, ডালহৌসি (The Royal Insurance Building, Dalhousie)
ডালহৌসি অঞ্চলে সবথেকে সুন্দর বাড়িগুলোর মধ্যে একটি হলো রয়্যাল ইন্সুরেন্স বিল্ডিঙের বাড়িটি, যেটা ঠিক জিপিওর উল্টোদিকে অবস্থিত।
স্বাধীনতার আগে ইন্সুরেন্স কোম্পানিগুলো মূলতঃ ব্রিটিশদের দ্বারাই প্রভাবিত ছিল। সেরকমই একটি কোম্পানি ছিল 'রয়্যাল ইন্সুরেন্স কোম্পানি', যাদের কলকাতার অফিস ছিল এই বাড়িতে।
এই বাড়িটি এডওয়ার্ডিয়ান স্থাপত্যরীতিতে তৈরী, এবং এতে রয়েছে 'Blood and Bandage' লুক। এই বাড়ির ডিজাইন করেছিলেন T S Gregson of Messers Gregson, Batley & King (architects), Bombay.
স্বাধীনতার আগে ইন্সুরেন্স কোম্পানিগুলো মূলতঃ ব্রিটিশদের দ্বারাই প্রভাবিত ছিল। সেরকমই একটি কোম্পানি ছিল 'রয়্যাল ইন্সুরেন্স কোম্পানি', যাদের কলকাতার অফিস ছিল এই বাড়িতে।
এই বাড়িটি এডওয়ার্ডিয়ান স্থাপত্যরীতিতে তৈরী, এবং এতে রয়েছে 'Blood and Bandage' লুক। এই বাড়ির ডিজাইন করেছিলেন T S Gregson of Messers Gregson, Batley & King (architects), Bombay.
Comments
Post a Comment