গোলক চন্দ্র কয়ালের ঘাট ও অন্নপূর্ণার দারুবিগ্রহ (Golok Chandra Kayal Ghat and Wooden Annapurna)
ভবানীপুর অঞ্চলে হরিশ চ্যাটার্জি স্ট্রিট। রাস্তাটা অনেক কিছুর জন্যই বিখ্যাত। কিন্তু এখানে রয়েছে একটি পুরোনো ঘাট, যার সাথে সংলগ্ন কিছু মন্দির।
রামকৃষ্ণ গদাধর আশ্রমের ঠিক উল্টোদিকে রয়েছে গোলক চন্দ্র কয়ালের ঘাট ও ঠাকুরবাড়ি, যার প্রতিষ্ঠা হয়েছে সম্ভবতঃ ১২৮৯ বঙ্গাব্দে।
টালিনালার ধারে এই ঘাটের সাথে পাশে রয়েছে একটি শিবমন্দির, একটি রাধা-কৃষ্ণের মন্দির ও সবথেকে গুরুত্বপূর্ণ একটি অন্নপূর্ণার মন্দির। এগুলো সবই গোলক কয়ালের পত্তন করা। অন্নপূর্ণার মূর্তিটির বৈশিষ্ট্য হলো, এটি কাঠের তৈরী অর্থাৎ দারুবিগ্রহ। আমার যতদূর জানা আছে, কোলকাতায় কোথাও আর এই ধরণের অন্নপূর্ণার দারুবিগ্রহ নেই।
গোলক কয়ালের নানান ব্যবসার সাথে সাথে, ছাপাখানার ব্যবসাও ছিল, এবং সেই সম্পর্কিত একটি খুব পুরোনো প্রিন্টিং মেশিন এদের বাড়িতে দেখা যায়, যা লন্ডন থেকে আনা।
তথ্যসহায়তা: বিনাপানি কয়াল ও কয়াল পরিবার।
Comments
Post a Comment