Posts

Showing posts from April, 2024

মেটিয়াবুরুজের রাজকাহিনী : নবাব ওয়াজিদ আলী শাহ এবং সিবতৈনবাদ ইমামবাড়া (The Royal Story of Metiaburz : Nawab Wajid Ali Shah & Sibtainbad Imambara)

Image
খিদিরপুরের কলকাতা বন্দরের লাগোয়া অঞ্চল হলো মেটিয়াবুরুজ। এখানেও আছে বেশ কয়েকটা ছোট ছোট জেটি, যেখানে ছোট সাইজের জাহাজ বা বড়ো মালবাহী বজরা নোঙর করতে পারে। এই অঞ্চলের আরেক নাম গার্ডেন রিচ। বর্তমানে এই অঞ্চলটি একটি ঘিঞ্জি এবং মুসলিম ধর্মাবলম্বী মানুষ অধ্যুষিত অঞ্চল। বন্দরের নিকটবর্তী হবার কারণে, এখানে অপরাধমূলক কাজের সংখ্যাও নেহাত কম নয়। অবস্থানগত দিক দিয়ে দেখলে, মেটিয়াবুরুজের ঠিক উল্টোদিকে হুগলি নদীর ওপারে আছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন।  অঞ্চলটির মেটিয়াবুরুজ নামের নেপথ্যে রয়েছে একটা মাটির দূর্গ, যেটা ছিল এখানেই নদীর পাড়ে। এই জায়গাতেই হুগলি নদী একটা বাঁক নিয়েছে। কালের প্রবাহে বিভিন্ন ঘটনাক্রমে, সেই দূর্গ ধ্বংস হয়ে গেলেও, সেই স্মৃতি রয়ে যায় এলাকার নামে। এরপরে বন্দর এবং পার্শ্ববর্তী এলাকায় ইউরোপিয়ানদের বাড়ি তৈরির সময়, প্রত্যেকেই বেশ বড়ো জায়গা নিয়ে বাগানবাড়ি বানান। সেই কারণেই অঞ্চলটির নাম পরবর্তীকালে গার্ডেন রিচ দেওয়া হয়, যদিও এখন সেসব বাড়িরও বিশেষ অস্তিত্ব নেই। কোলকাতার মধ্যে অবস্থিত ইমামবাড়াগুলোর মধ্যে একটা বড়ো ইমামবাড়া রয়েছে এই অঞ্চলে। সেটার নাম হলো সিবতৈন...