সেন্ট টেরিজা অব আভিলা চার্চ, কলকাতা (St. Teresa of Ávila Church, Kolkata)

মৌলালির মোড়ে এই লাল রঙের রোমান ক্যাথোলিক চার্চটির ঠিকানা হলো ৯২, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা-৭০০০১৪। অনেকেই একে মাদার টেরিজার চার্চ ভাবেন, কারণ তিনি এখানের স্কুলের দায়িত্বে ছিলেন ১৯৩৫ সাল নাগাদ। কিন্তু আসলে এটি সেন্ট টেরিজার নামে উৎসর্গীকৃত, যিনি ছিলেন স্পেনের আভিলা (Avilla) শহরের অধিবাসী। ২৮শে মার্চ ১৫১৫ খ্রিস্টাব্দে, এক ধর্মপ্রাণ দম্পতির পরিবারে তার জন্ম হয়, এবং মাত্র একুশ বছর বয়সে তিনি সংসারের মোহ ত্যাগ করে ধর্মজীবনে আত্মনিয়োগ করেন।




বর্তমান গির্জাটির ভিত্তিফলক স্থাপিত হয় ২৮শে ডিসেম্বর ১৮৯৫ খ্রিস্টাব্দে, যা স্থাপন করেছিলেন কলকাতার প্রথম ক্যাথোলিক বিশপ গোয়েথেল। তার আগে এই জায়গাটিতে ১৮৮৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সেন্ট টেরিজা চ্যাপেল। গির্জাটি খুবই সুন্দর এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। এর ভিতরে আছে যীশুর জীবনের ওপরে ভিত্তি করে সাজানো অনেকগুলো ছবি। সাথে দেওয়াল জুড়ে সাজানো আছে ১৪টি কাহিনীর ওপরে একটি প্রদর্শনী। 


বর্তমানে গির্জার ভক্তমন্ডলীর সংখ্যা পনেরো হাজারের বেশি। এখানে বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই প্রতিদিন উপাসনা হয়ে থাকে। গির্জাটি বিভিন্ন সামাজিক কাজের সাথেও জড়িত আছে, যেমন এর অধীনে আছে একটি উচ্চ বিদ্যালয় এবং চারটি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও কিছু জনকল্যাণমূলক সংস্থার সাথেও জড়িয়ে আছে এই গির্জাটি। 


তথ্যসূত্র: 
১. কলকাতার উপাসনালয়, দ্বিতীয় খন্ড - পীযূষকান্তি রায়।
২. wikipedia.org/wiki/Teresa_of_%C3%81vila

Comments

Popular posts from this blog

কোলকাতার পার্সি অগ্নি-মন্দিরগুলোর গল্প (The Parsi Fire Temples of Kolkata)

নতুন কোলকাতার পুরোনো ভুতেদের গল্প (Story of the Old Ghosts of New Calcutta)

গোবিন্দ সেন লেনের চুনী মণি দাসীর রথযাত্রা: এক শতাব্দীরও বেশি সময়ের ঐতিহ্য (Chuni Mani Dasi's Rath Yatra on Gobinda Sen Lane: A Century-Old Legacy)