ইন্টারন্যাশনাল রেয়ার লিথোগ্রাফিক আর্ট এগজিবিশন, ন্যাশনাল লাইব্রেরী

করোনা সংক্রমণের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রন্থাগারের (National Library) কাজকর্ম। কিছু দিন আগেই পাঠকদের জন্য খুলে দেওয়া হয়েছে গ্রন্থাগারের দরজা। এ বার জোড়া ভ্যাকসিনেশনের শংসাপত্রকে ছাড়পত্র হিসেবে বিবেচনা করে উৎসাহীদের জন্য ৮ই নভেম্বর ২০২১ সোমবার থেকে গ্রন্থাগারের বেলভিডিয়র হাউসে চালু হলো ইন্টারন্যাশনাল রেয়ার লিথোগ্রাফিক আর্ট এগজিবিশন। 


পাথর বা ধাতুর পাতে খোদাই করা অক্ষর বা ছবি। তাতেই কালি লাগিয়ে ছাপ তোলার ব্যবস্থা। শিল্পের জগতে এই ধরনের কাজ পরিচিত লিথোগ্রাফি নামে। এমন লিথোগ্রাফির দেড়শো ছবির সমাহারে আজ থেকে একমাসের জন্য বিশেষ প্রদর্শনী শুরু হতে চলেছে জাতীয় গ্রন্থাগারে। 

এখানকার দুষ্প্রাপ্য গ্রন্থের সংগ্রহ, রেয়ার বুক সেকশন এবং আশুতোষ সংগ্রহে রয়েছে বেশ কয়েকটি অত্যন্ত দুর্লভ লিথোগ্রাফি। ১৮৩০ থেকে ১৮৬০ সালের মধ্যে তৈরি বিশেষ এই শিল্পের মধ্যে নির্বাচিত বেশ কয়েকটি দেখার সুযোগ পাবেন উৎসাহীরা। 

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী দেখার সুযোগ পাবেন উৎসাহীরা। এই প্রদর্শনী চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে, এই প্রদর্শনী দেখতে উৎসাহীদের কোভিড-১৯ ভ্যাকসিনেশনের ডাবল ডোজের সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। 

ভিস্যুয়াল আর্টের এই বিভাগটি ছবি বা ভাস্কর্যের মতো এতটা পরিচিত নয়। তবু প্রায় দু'শো বছরের পুরোনো বিশেষ এই শিল্পমাধ্যমে কী ভাবে দেশের বিভিন্ন অংশের মানুষের দৈনন্দিন জীবনচর্চা থেকে ধর্মাচরণ, সেই যুগের নামী ব্যক্তিত্বদের ছবি এবং আরও অনেক কিছুই ধরা পড়েছিল লিথোগ্রাফিতে। এ বার অসামান্য সেই শিল্পসম্ভারের কিছু অংশ শহরের শিল্পপ্রেমীদের সামনে। 

Thanks to Moumita Poddar of 'Ei Samay'.

Comments

Popular posts from this blog

নিমতলা আর নিয়ামাতুল্লা ঘাট মসজিদের গল্প (The story of Nimtala and Niyamathullah Ghat Mosque)

কোলকাতার পার্সি অগ্নি-মন্দিরগুলোর গল্প (The Parsi Fire Temples of Kolkata)

নতুন কোলকাতার পুরোনো ভুতেদের গল্প (Story of the Old Ghosts of New Calcutta)