জাদুসম্রাটের জাদুঘরে (Magician P. C. Sorcar Museum, Kolkata)
ঘড়-ঘড় শব্দে ২৪/২৯ ট্রামটা এসে থামলো বিজন সেতুর পাশে। সামনেই গড়িয়াহাট মলে ঢোকার গেট। এবার আমরা চলে যাবো রাস্তার উল্টোদিকের ফুটপাথে, একটা বিশেষ বাড়ির কাছে। চারতলা ছোট বাড়িটার বিশেষ কিছু আপনার চোখে পড়বে না, যতক্ষণ না আপনি বাড়ির নেমপ্লেটটা দেখবেন! সেখানে লেখা আছে... "P. C. SORCAR JADUSAMRAT P. C. SORCAR SARANI CALCUTTA - 700 019 " ঠিক ধরেছেন। এই বাড়িটিই সেই বিশ্ববিখ্যাত জাদুকর পি সি সোরকারের বসতবাড়ি! এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমরা মোটামুটি জানলেও, আরেকবর বরং জেনে নি ওনার জীবন সম্পর্কে। বাঙালির জাদুবিদ্যা চর্চার ইতিহাসে যে নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তা হলো স্বর্গীয় প্রতুল চন্দ্র সরকার বা পি সি সরকার। অধুনা বাংলাদেশের টাঙ্গাইল জেলায়, ভগবানচন্দ্র সরকার ও কুসুমকামিনীদেবীর প্রথম সন্তান প্রতুলের জন্ম হয় ১৯১৩ সালের ২৩ ফেব্রুয়ারি। বাড়ির কাছেই শিবনাথ হাই স্কুলে পড়াশোনার শুরু প্রতুলের। যাতায়াতের পথে একটা ঝিলের দু’পাশে ছিল মাদারিদের বাস। তাদের কাছেই হয় প্রতুলের জাদুবিদ্যার হাতেখড়ি। তখনকার সমাজ জাদুকরদের খুব একটা সুনজরে দেখত ...