Posts

Showing posts from April, 2025

কাটরা মসজিদ, মুর্শিদাবাদ (Katra Masjid, Murshidabad)

Image
মুর্শিদাবাদ নামটা শুনলেই আমাদের আসে হাজারদুয়ারীর কথা। ইংরেজ আমলের শুরু হওয়ার আগে, সুবে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ নিয়ে লিখতে শুরু করলে, প্রথমেই বলা উচিত মুর্শিদকুলি খান এবং তার প্রতিষ্ঠিত কাটরা মসজিদ নিয়ে। পূর্বে মুর্শিদাবাদের নাম ছিল মাকসুদাবাদ, পরবর্তীকালে মুর্শিদকুলি খাঁয়ের নামে যা বদলে করে দেওয়া হয় মুর্শিদাবাদ।  মুর্শিদকুলি ছিলেন একজন ব্রাহ্মণ সন্তান, যার জন্ম হয়েছিল বুরহানপুরের এক হিন্দু বংশে। একজন বণিক হাজী ইস্পাহানি তাকে ক্রীতদাস হিসেবে কিনে নিয়ে যান, ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং নাম দেন "মহম্মদ হাদী"। পুত্রস্নেহে হাজীর কাছে বড়ো হতে থাকেন তিনি, এবং উচ্চশিক্ষার জন্য তাকে পারস্যে পাঠানো হয়। পরবর্তীকালে ভারতে ফিরে, ঢাকায় তিনি দেওয়ান হিসেবে নিযুক্ত হন, এবং ঔরঙ্গজেব তার নাম দেন করতলব খাঁ। কিছুদিনের মধ্যেই বাংলার সুবাদার আজিম-উশ-শানের সাথে শাসন সংক্রান্ত বিষয়ে মতানৈক্য ঘটলে, করতলব খাঁ তার রাজস্ব বিভাগ, ঔরঙ্গজেব অনুমতি নিয়ে মাকসুদাবাদে স্থানান্তরিত করেন। এর ফলে তার অভিজ্ঞতায় সুবে বাংলার থেকে প্রচুর রাজস্ব সংগ্রহ হতে থাক...