ডাচ্ সমাধিক্ষেত্র, কাশিমবাজার (Dutch Cemetery, Cossimbazar)
অষ্টাদশ শতক পর্যন্ত কাশিমবাজার ছিল একটি সমৃদ্ধ বন্দর জনপদ এবং আন্তর্জাতিক ব্যাবসাকেন্দ্র। রেশম, হাতির দাঁতের কাজ, কাঁসা-পিতল শিল্প, তাঁত শিল্প ও আয়ুর্বেদিক ওষুধ ছিল মূল বেচাকেনার পণ্য। সারা ভারত থেকে ব্যাবসায়ীরা তো আসতেনই, বিদেশ থেকে আসতেন ইউরোপিয়ান ব্যাবসায়ীরা। সেরকম হল্যান্ড থেকে ডাচরা এসে, এখানে একটি কুঠিবাড়ি (১৬৩২ খ্রিস্টাব্দ) এবং কারখানা (১৬৬৬ খ্রিস্টাব্দ) স্থাপন করেন, এবং কালিকাপুরে গড়ে ওঠে একটি ছোট ডাচ কলোনি। সময়ের সাথে সাথে, প্রয়োজন হয় একটি সমাধিক্ষেত্রের।
আজকে যেখানে মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার রেল স্টেশন, তার লাগোয়া কালিকাপুর অঞ্চলে রেলগেটের কাছেই রয়েছে একটি প্রাচীন ডাচ সমাধিক্ষেত্র। এর উত্তরদিকে ছিল ডাচ কুঠিবাড়ি এবং কারখানা... যদিও আজকে তার কোনো অস্তিত্ব নেই। সমাধিক্ষেত্রটি বর্তমানে ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র তত্ত্বাবধানে রয়েছে। এএসআই-এর বোর্ড অনুযায়ী, মূলত ডাচ কারখানায় কর্মরত কর্মীদের মধ্যে ৪৭ জনের সমাধি রয়েছে এখানে। এখানকার প্রাচীনতম সমাধিটি ড্যানিয়েল ভ্যান দার ম্যুলের, যিনি ১৭২১ খ্রিস্টাব্দে প্রয়াত হন। সর্বশেষ এই কবরখানা ব্যবহৃত হয় ১৭৯২ খ্রিস্টাব্দে।
এবার আসা যাক সমাধিক্ষেত্রের বর্ণনায়। দুটি দিক পাঁচিল দিয়ে ঘেরা এবং সেখানে গেট আছে। বাকি দুটো দিকে এমনিতেই ঢোকা যায়। খাতাকলমে ৪৭টি সমাধি থাকলেও, বাস্তবে ২০টির বেশি সমাধি দেখা যায় না এখানে। সমাধিগুলি বিভিন্ন আকৃতির, তবে সবথেকে সুন্দর সমাধিটি হলো তামেরাস ক্যান্টার ভিশের (Tammerus Canter Visscher) –এর। এটির আদলেই চুঁচুড়াতে সুস্যানা আন্না-মারিয়ার সমাধিটি তৈরী করা হয়েছে।
তবে বর্তমানে সমাধিক্ষেত্রটি রক্ষণাবেক্ষণের অভাবে বেশ ধুঁকছে। সেরকম পর্যটকরা আসেন না, আর গার্ডরুমটি অনন্তকাল ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। অধিকাংশ সমাধির ফলক হয় নেই, অথবা চুরি হয়ে গিয়েছে। দিনের বেলা স্থানীয় লোকজন আড্ডা মারার জন্য এবং ক্রিকেট খেলার জন্য সমাধিক্ষেত্রের জমিটি ব্যবহার করে। ইতিউতি কিছু খালি মদের বোতলও পড়ে থাকতে দেখা গেলো। যদি সত্ত্বর সরকার থেকে পদক্ষেপ না নেওয়া হয়, তবে কালের প্রবাহে যতদিন সম্ভব এটি টিকে থাকবে... তারপর মুছে যাবে কাশিমবাজারের ডাচেদের একমাত্র স্মৃতিক্ষেত্র।
তথ্যসূত্র:
১. The Dutch in Bengal and Bihar 1740-1825 A.D. by Kalikinkar Datta
২. মানস বাংলা ইউটিউব চ্যানেল।
***************************************
Dutch Cemetery, Cossimbazar
Until the eighteenth century, Cossimbazar was a prosperous port town and an international trading center. Silk, ivory work, brass and bell metal crafts, weaving industry, and Ayurvedic medicine were the main commodities of trade. Traders came not only from all over India but also European traders came from abroad. Similarly, the Dutch came from Holland and established a trading post (1632 AD) and a factory (1666 AD) here, and a small Dutch colony grew up in Kalikapur. Over time, a cemetery became necessary.
Today, where the Cossimbazar railway station of Murshidabad district is located, there is an ancient Dutch cemetery near the railway gate in the adjacent Kalikapur area. To its north were the Dutch trading post and factory... although nothing of them exists today. The cemetery is currently under the supervision of the Archaeological Survey of India (ASI). According to the ASI board, there are graves of 47 people, mainly employees of the Dutch factory, here. The oldest grave here is of Daniel van der Muyl, who died in 1721 AD. This graveyard was last used in 1792 AD.
Now let's come to the description of the cemetery. Two sides are enclosed by walls and have gates. The other two sides can be entered freely. Although there are 47 graves on record, in reality, no more than 20 graves are visible here. The tombs are of various shapes, but the most beautiful tomb is that of Tammerus Canter Visscher. The tomb of Susanna Anna-Maria in Chinsurah was built in its likeness.
However, the cemetery is currently languishing due to lack of maintenance. Tourists do not visit much, and the guardroom has been locked for an eternity. Most of the tombstones are either missing or have been stolen. During the day, local people use the cemetery grounds for socializing and playing cricket. Empty liquor bottles were also seen lying around here and there. If the government does not take immediate action, it will survive as long as possible in the flow of time... then the only memorial of the Dutch in Cossimbazar will be erased.
References:
* The Dutch in Bengal and Bihar 1740-1825 A.D. by Kalikinkar Datta
* Manas Bangla YouTube Channel.
Comments
Post a Comment