প্রামাণিক কালীবাড়ি, বরাহনগর (Pramanik Kalibari, Baranagar)
বরাহনগর অঞ্চলে যেমন রয়েছে বৈষ্ণব প্রভাব, তেমন রয়েছে শাক্ত প্রভাব। এখানে প্রামাণিক ঘাটের কাছে, ২২৫ প্রামাণিক ঘাট রোডের ঠিকানায় রয়েছে একটি প্রাচীন কালীমন্দির, যার নাম প্রামাণিক কালীবাড়ি। নবরত্ন কালীমন্দিরটির সামনে দুই দিকে রয়েছে দুইটি আটচালা শিব মন্দির। মন্দির চত্বরে প্রবেশদ্বারের ওপরে লেখা আছে -
"প্রামাণিক কালীবাড়ি
ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কর্তৃক "মাসী সম্বোধনে ভূষিতা শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীমাতা
স্থাপিত-১২৫৯ বঙ্গাব্দ (ইং-১৮৫৩)
১৫০ তম বৎসর উপলক্ষে স্মৃতি ফলক
মাঘী পূর্ণিমা-১৪ ই ফাল্গুন-১৪০৮ বঙ্গাব্দ"
মূল মন্দিরে প্রতিষ্ঠিতা কষ্টিপাথরের ব্রহ্মময়ী মায়ের মূর্তি। এই মূর্তির ভাস্কর ছিলেন বর্ধমান জেলার দাঁইহাট নিবাসী নবীন ভাস্কর। তবে এই মূর্তির প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে একটা ইতিহাস। তৎকালীন সময় বাংলার অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর ছিলেন এই নবীন ভাস্কর। জনশ্রুতি আছে, এনার পরিবারের একজন পূর্বপুরুষকে পরিবারসহ বর্ধমানের এক রাজা রাজস্থানের জয়পুর থেকে এনে দাঁইহাটে স্থায়ীভাবে রেখে দিয়েছিলেন। সেখান থেকে ভাস্কর পরিবারের কাজের খ্যাতি বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে।
প্রামাণিক কালীবাড়ির অদূরে রয়েছে জয় মিত্রের কালীবাড়ি, যার প্রতিষ্ঠা হয়েছিল ১২৫৪ বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তিতে, দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার সাত বছর আগে। এই মন্দিরের কালীমূর্তির নাম 'কৃপাময়ী', যেটি বানিয়েছিলেন নবীন ভাস্কর। মন্দির প্রতিষ্ঠার দিন উপস্থিত ছিলেন স্বয়ং রানী রাসমনি, যিনি এই কৃপাময়ী মায়ের মূর্তি দেখে মুগ্ধ হন। তাই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সময়, মা কৃপাময়ীর আদলে একটি মূর্তি গড়িয়ে দেবার কাজটি তিনি নবীন ভাস্করকেই দেন। কিন্তু নবীন তিনটি কষ্টিপাথরের মূর্তি বানান, যার মধ্যে প্রথম দুটি আকারে একটু ছোট হলেও, তৃতীয়টি একটু বড়ো ছিল। এই তৃতীয় মূর্তিটি রানী পছন্দ করেন, এবং ১২৬২ বঙ্গাব্দের ১৮ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে মা ভবতারিনীরূপে প্রতিষ্ঠা করেন।
বাকি দুটো মূর্তিও কিন্তু পড়ে থাকে নি। ভবতারিণী মূর্তি প্রতিষ্ঠা হবার আগেই, এই দুটি মূর্তি বাংলার দুই জায়গায় প্রতিষ্ঠিত হয়। প্রথমটি করেন স্বামী বিবেকানন্দের বন্ধু, অন্নদা গুহ এর পরিবারের শিবচন্দ্র গুহ মহাশয়। তাদের হাতিবাগান অঞ্চলের পৈতৃক বাড়িতে ১২৫৭ বঙ্গাব্দে 'নিস্তারিনী' নামে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়। এই বাড়ির বর্তমান ঠিকানা ১১ নং বৃন্দাবন বসু লেন।
দ্বিতীয় মূর্তিটি আজকের আলোচ্য মন্দিরের মূর্তি। দে-প্রামাণিক বংশের দুই উত্তরপুরুষ শ্রীদুর্গাপ্রসাদ আর শ্রীরামগোপাল (সম্পর্কে কাকা-ভাইপো), বরাহনগরে এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন ১২৫৯ সালের মাঘী পূর্ণিমার দিন। দ্বিতীয় মূর্তিটি এখানে 'ব্রহ্মময়ী' রূপে প্রতিষ্ঠিত হন।
মা ব্রহ্মাময়ীর এই মন্দিরে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসতেন। মা ব্রহ্মহ্মময়ীকে শ্রীরামকৃষ্ণ বলতেন 'মাসী'। এই মন্দিরে শ্রীরামকৃষ্ণের আসার কথার উল্লেখ রয়েছে শ্রী রমেশচন্দ্র ভট্টাচার্য্যর 'বরাহনগর আলমবাজার মঠ' গ্রন্থে -
"প্রামাণিক ঘাট রোডে প্রামাণিকদের কালীবাড়িতে শ্রীশ্রীঠাকুরের যাতায়াত ছিল। এই কালীমূর্তির সহিত দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তির এমন কোনো সম্বন্ধ আছে, যাহার জন্য শ্রীশ্রীঠাকুরের সন্তানেরা এই কালীমূর্তিকে 'মাসীমা' বলিয়া পরিচয় দেন।"
বর্তমানে মন্দিরটিতে বছরে দুবার বড়ো করে উৎসব হয়। প্রথমটি হয় প্রতিষ্ঠা তিথিতে (মাঘী পূর্ণিমা) এবং অন্যটি হয় কালীপুজোর সময়ে। এই মন্দিরের একটি বিচিত্র প্রথা আছে। এখানে কালীপুজোর রাতে আগে লক্ষ্মীপুজো করার পর কালীপুজো করা হয়। কালীপুজোর দিন অমাবস্যা যখনই পড়ুক, অমাবস্যা পড়ার পর দে-প্রামাণিকদের কোনো শরিকের বাড়িতে কালীবাড়ির পুরোহিত আগে লক্ষ্মীপুজো করেন। সেই পুজো শেষ করে, তিনি মা ব্রহ্মময়ীর মন্দিরে এসে কালীপুজো করেন।
প্রায় দেড়শো বছর পুরোনো এই মন্দির এখনো বেশ জনপ্রিয় রয়েছে। এটি এখন দে প্রামাণিকদের 'শ্রীশ্রী ব্রহ্মময়ী ট্রাস্ট' দ্বারা পরিচালিত হয়।
তথ্য সহায়তা: সন্দীপ কুমার দাঁ
*******************************
Pramanik Kalibari, Baranagar: A Historical Temple with a Unique Legacy
The Baranagar area in Kolkata, known for its blend of Vaishnavite and Shakta traditions, is home to the ancient Pramanik Kalibari. Located near Pramanik Ghat at 225 Pramanik Ghat Road, this temple complex holds significant historical and religious value. The main structure is a Navaratna-style Kali temple, distinctively flanked by two 'Atchala' (eight-sloped roof) Shiva temples on either side.
A plaque above the entrance gate provides key details:
"Pramanik Kalibari
Sri Sri Brahmamayi Kalimata, affectionately addressed as 'Masi' (Aunt) by Thakur Ramakrishna Paramahamsadev
Established - 1259 Bengali Year (1853 AD)
Commemorative Plaque on the 150th Anniversary
Maghi Purnima - 14th Falgun - 1408 Bengali Year (corresponding to February/March 2002 AD)"
The Idol and its Sculptor
The main temple enshrines the captivating idol of Goddess Brahmamayi, meticulously crafted from kashtipathar (a type of black basalt or touchstone). The idol was sculpted by Nabin Bhaskar, a resident of Dainhat in the Burdwan district, who was considered one of Bengal's most distinguished sculptors during that era. Local history suggests that an ancestor of Nabin Bhaskar's family, along with his household, was brought from Jaipur, Rajasthan, by a king of Burdwan and settled permanently in Dainhat. The family's reputation for exceptional sculpting subsequently spread across Bengal.
Connection to Dakshineswar and Rani Rashmoni
The story of the Brahmamayi idol is intertwined with the famous Dakshineswar Kali Temple. Nearby Pramanik Kalibari stands the Joy Mitra Kalibari, established on Chaitra Sankranti of 1254 BS (approx. April 1848 CE), seven years before the Dakshineswar temple. Its Kali idol, named 'Kripamayi,' was also a creation of Nabin Bhaskar.
Rani Rashmoni, the founder of the Dakshineswar temple, attended the installation ceremony of the Kripamayi idol and was deeply moved by its beauty. This inspired her to commission Nabin Bhaskar to create a similar idol for her grand temple project at Dakshineswar.
Nabin Bhaskar sculpted three idols from kashtipathar. The first two were similar in size but slightly smaller, while the third was marginally larger. Rani Rashmoni chose the third, larger idol. This idol was consecrated as Goddess Bhavatarini at Dakshineswar on Thursday, 18th Jaistha, 1262 BS (May 31, 1855 CE).
The Fate of the Other Two Idols
The two slightly smaller idols crafted by Nabin Bhaskar were also consecrated:
🌷Nistarini: The first of these was installed in 1257 BS (1850 CE) by Shibchandra Guha (from the family of Annada Guha, a friend of Swami Vivekananda) at their ancestral home in the Hatibagan area. This idol became known as 'Nistarini,' and the residence's current address is 11 Brindaban Basu Lane.
🌷Brahmamayi: The second idol is the one enshrined at Pramanik Kalibari. It was installed by Sri Durga Prasad and Sri Ram Gopal De Pramanik (uncle and nephew) on Maghi Purnima (the full moon day of the Bengali month of Magh) in 1259 BS (likely February 1853 CE). This idol was consecrated as 'Brahmamayi'.
Sri Ramakrishna's Association
The revered saint Sri Ramakrishna Paramahamsa frequently visited the Pramanik Kalibari. He held a special affection for the Brahmamayi idol, whom he lovingly called 'Masi' (maternal aunt). This connection is documented in Ramesh Chandra Bhattacharya's book, 'Baranagar Alambazar Math', which notes: "Sri Sri Thakur used to visit the Pramaniks' Kalibari on Pramanik Ghat Road. There is such a connection between this Kali idol and the Bhavatarini idol of Dakshineswar that Sri Sri Thakur's disciples refer to this Kali idol as 'Masima' (respected maternal aunt)."
Current Traditions and Management
Today, Pramanik Kalibari hosts two major annual festivals: one celebrating the temple's foundation anniversary on Maghi Purnima and the other during Kali Puja.
A unique ritual marks the Kali Puja celebrations here. On the night of Kali Puja, irrespective of the exact time the Amavasya (new moon) phase begins, the temple priest first visits the home of one of the De Pramanik family members to perform Lakshmi Puja. Only after completing this ritual does the priest return to the Pramanik Kalibari to conduct the main Kali Puja for Goddess Brahmamayi.
This historic temple, now over 170 years old (established in 1853), continues to be a cherished place of worship. It is currently managed by the 'Sri Sri Brahmamayi Trust,' run by the descendants of the De Pramanik family.
(Information sourced with assistance from Sandeep Kumar Dan)
Comments
Post a Comment