Posts

Showing posts from July, 2022

ইডেন গার্ডেন এবং বার্মিজ প্যাগোডা (Eden Garden and Burmise Pagoda)

Image
কলকাতার বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম হলো ইডেন গার্ডেনস। অনেক ইতিহাস তৈরী হয়েছে এখানে। এর পাশেই রয়েছে একটি বিরাট সুসজ্জিত বাগান, যারও নাম একই! অনেকেই কিন্তু জানেন না, এই বাগানের নামেই কিন্তু স্টেডিয়ামের নাম রাখা! বাগানটার ইতিহাস নিয়েই বলবো আজকে। অবিভক্ত ভারতের গভর্ণর জেনারেল হিসেবে জর্জ ইডেন তথা লর্ড অকল্যান্ড ১৮৩৬ - ১৮৪২ সাল পর্যন্ত তার দায়িত্ব পালন করেছিলেন। ওনার দুই বোনের নাম ছিল এমিলি ও ফ্যানি ইডেন, যারা দাদার কাছে কলকাতায় ঘুরতে এসেছিলেন। রাজভবনে এসে উঠলেও, রোজ দুই বোন নদীর ধারে সান্ধ্যভ্রমণে বেরোতেন। এমিলি বাগান করতে ভালোবাসতেন, এবং তার মধ্যে ছিল শিল্পী সত্ত্বা। তাই বোনদের কথায়, এই জায়গাতে বাগান তৈরির মনস্থ করেন লর্ড অকল্যান্ড। জনশ্রুতি আছে, এই জমিটি ছিল রানী রাসমণির। বিখ্যাত আর্কিটেক্ট ক্যাপ্টেন ফিজগেরাল্ডের তত্ত্বাবধানে ও নকশায়, এই বাগানের কাজ সম্পূর্ণ হয় ১৮৪০ সালে। বাগানের নাম প্রথমে রাখা হয়েছিল 'অকল্যান্ড সার্কাস গার্ডেন', কিন্তু সময়ের সাথে সাথে লোকমুখে বাগানের নাম বদলে হয়ে যায় ' ইডেন গার্ডেন'।