হেস্টিংস চ্যাপেল, কোলকাতা (Hestings Chapel, Kolkata)
হেস্টিংস থেকে যে রাস্তাটা ক্লাইড রোড হয়ে সোজা স্ট্যান্ড রোডের দিকে চলে গেছে, সেই রাস্তা দিয়ে একটু এগোলেই বাম দিকে পরবে একটা চ্যাপেল, যার নাম হেস্টিংস চ্যাপেল। গথিক স্থাপত্যরীতিতে বানানো, হলুদ রঙের খুব সাধারণ একটি স্থাপত্যকীর্তি এটি। ঠিকানাটি হলো ১০ সেন্ট জর্জস গেট রেড, কোলকাতা - ৭০০ ০২২. বইপত্র ঘেঁটে জানলাম, এই চ্যাপেলটি খুব সম্ভব ১৮৪০ খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল, এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন লেডি বেন্টিক। খিদিরপুর অঞ্চলে বন্দর বানানোর ফলে ওই অঞ্চলে খ্রিষ্টধর্মাবলম্বীদের সংখ্যা বাড়তে থাকে, তাই তাদের জন্য বানানো হয়েছিল এই চ্যাপেল। আমি এর ভিতরে ঢুকতে পারি নি। বর্তমানে চ্যাপেলটি ইউনাইটেড মিশনারী চার্চের অধীনস্থ। দারোয়ানের সাথে কথা বলে অফিসঘর পর্যন্তও গেছিলাম, কিন্তু অফিসে উপস্থিত ভদ্রলোকটি আমাকে সাহায্য করতে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন। রবিবার করে এখানে ইংরেজি, হিন্দি ও তেলেগুতে প্রার্থনাসভা হয়। এছাড়াও মঙ্গলবার করে বাইবেল পড়ানো হয়, বৃহস্পতিবার করে কটেজ প্রেয়ার মিটিং হয় এবং শনিবার করে ইউথ মিটিং হয়। তথ্যসূত্র: Ten walks in Calcutta : Prosenjit