স্কটিশ কবরখানা, করেয়া রোড (Scottish Cemetery, Karaya Road)
কোলকাতায় সাহেব বলতে আমরা বিলেতের থেকে আসা ইংরেজদের বুঝিয়ে থাকি। কিন্তু ইংরেজদের সাথে আর্মেনিয়ান, ড্যানিশ, ডাচ, গ্রিক প্রমুখেরাও এসেছিলেন... আর এসেছিলেন স্কটিশরা। ১৭০৭ খৃস্টাব্দে ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডকে একটা চুক্তি স্বাক্ষর হয়, যার নাম ‘Treaty of Union’। এর পরেই স্কটিশরা ভারতের আসতে শুরু করে। ভারতে স্কটিশদের শুরুটা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটার (Writer) বা কেরানি হিসেবে। পরবর্তীকালে এই কেরানির তকমা ঝেড়ে ফেলে স্কটিশরা। ব্যবসা-বানিজ্যে, রাজনীতি, শিক্ষা, ধর্ম... সব কিছুতেই তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে। জানলে অবাক হবেন, লর্ড ডালহৌসি-সহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছয়জন গভর্ণর জেনারেল ও ভাইসরয় স্কটিশ ছিলেন! এই স্কটিশরা তাদের কবরের জায়গা কিনতেন বৃটিশদের কবরখানাগুলোতে। এখানেই চালাকি করতো বৃটিশরা, স্কটিশদের সমাধি দেবার জায়গার দাম তারা অনেক বেশ নিত! তাই ১৮২০ খৃস্টাব্দে কোলকাতার একমাত্র স্কটিশ চার্চ সেন্ট এন্দ্রুজে (সেন্ট এন্দ্রুজ চার্চের গল্প পড়ুন এই লিঙ্কে http://salilhore.blogspot.com/2020/03/calcuttas-only-scottish-church-and.html ) মিটিং করে, তৎকালীন ইংরেজ সরকারকে এক...