প্রামাণিক কালীবাড়ি, বরাহনগর (Pramanik Kalibari, Baranagar)
বরাহনগর অঞ্চলে যেমন রয়েছে বৈষ্ণব প্রভাব, তেমন রয়েছে শাক্ত প্রভাব। এখানে প্রামাণিক ঘাটের কাছে, ২২৫ প্রামাণিক ঘাট রোডের ঠিকানায় রয়েছে একটি প্রাচীন কালীমন্দির, যার নাম প্রামাণিক কালীবাড়ি। নবরত্ন কালীমন্দিরটির সামনে দুই দিকে রয়েছে দুইটি আটচালা শিব মন্দির। মন্দির চত্বরে প্রবেশদ্বারের ওপরে লেখা আছে - "প্রামাণিক কালীবাড়ি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কর্তৃক "মাসী সম্বোধনে ভূষিতা শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীমাতা স্থাপিত-১২৫৯ বঙ্গাব্দ (ইং-১৮৫৩) ১৫০ তম বৎসর উপলক্ষে স্মৃতি ফলক মাঘী পূর্ণিমা-১৪ ই ফাল্গুন-১৪০৮ বঙ্গাব্দ" মূল মন্দিরে প্রতিষ্ঠিতা কষ্টিপাথরের ব্রহ্মময়ী মায়ের মূর্তি। এই মূর্তির ভাস্কর ছিলেন বর্ধমান জেলার দাঁইহাট নিবাসী নবীন ভাস্কর। তবে এই মূর্তির প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে একটা ইতিহাস। তৎকালীন সময় বাংলার অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর ছিলেন এই নবীন ভাস্কর। জনশ্রুতি আছে, এনার পরিবারের একজন পূর্বপুরুষকে পরিবারসহ বর্ধমানের এক রাজা রাজস্থানের জয়পুর থেকে এনে দাঁইহাটে স্থায়ীভাবে রেখে দিয়েছিলেন। সেখান থেকে ভাস্কর পরিবারের কাজের খ্যাতি বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে। প্র...