কোলকাতার গৌড়িবাড়ী অঞ্চলের কিছু বিখ্যাত জৈন মন্দির (Some Famous Jain Temples of Gouri bari, Calcutta)
বাংলায় জৈন ধর্মের মানুষের আগমন হয়েছিল ইংরেজ আমলের অনেক আগে থেকেই। কিন্তু এদের মধ্যে যে ব্যাবসায়ী শ্রেণী ছিল, কোলকাতায় তাদের সংখ্যা বাড়তে থাকে ইংরেজ আমলেই। এরা মূলত সকলেই অর্থবান, এবং এসেছেন ভারতের পশ্চিম অংশ থেকেই। শুরুতে এনাদের মূল ব্যাবসা-সামগ্রী ছিল হীরা, জহরত, কাপড় এবং নুন। এই কারণেই কোলকাতায় গৌরীবাড়ী অঞ্চলে যে জৈন মন্দিরগুলো দেখা যায়, সেখানে ঐশ্বর্য্য ও বৈভবের প্রকাশ ভীষণ রকম পরিলক্ষিত হয়। আমরা এই ব্লগে দেখে নেবো এমনি চারটে মন্দির। ১. শ্রী শ্রী শীতলনাথ স্বামী মন্দির এবং বাগান: এই মন্দিরটি আলোচ্য চারটি মন্দিরের মধ্যে সবথেকে দৃষ্টিনন্দন। ১৮৬৭ খ্রিষ্টাব্দে এই মন্দিরটি মন্দিরের প্রতিষ্ঠা করেন বিখ্যাত হিরা-জহরত ব্যবসায়ী এবং তৎকালীন জৈন সমাজের গোষ্ঠীপতি রায় বদ্রীদাস বাহাদুর মুকিম। মন্দিরের ভিতরে রয়েছে দশম তীর্থঙ্কর শীতলনাথজির মানিক্যখচিত শ্বেতপাথরের মূর্তি। সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরী এই মন্দিরে রয়েছে কাঁচ ও বর্ণময় পাথরের তৈরী অসংখ্য নকশা, এবং গর্ভগৃহের সামনে রয়েছে বিদেশি রঙিন টাইলস। এছাড়াও রয়েছে ১০৮ টি শাখা সহ বেলজিয়াম কাঁচের একটি ঝাড়লন্ঠন। মন্দির চত্...