ফিলাটেলিক ব্যুরো ও কোলকাতা ফিলাটেলিক ক্লাব (Philatelic Bureau and Kolkata Philatelic Club)
আমাদের সবার ছোটবেলাতে চিঠির আদান প্রদানের স্মৃতি আছে। সেই চিঠিতে যেটা প্রয়োজন ছিল, সেটা হলো বিভিন্ন দামের ও সাইজের ডাকটিকিট। সত্যি বলতে, একটা দেশের ডাকটিকিট, সেই দেশের শিল্প-সংস্কৃতির প্রতিচ্ছবি। যারা এগুলো সংগ্রহ করেন, তাদের সম্ভার দেখলে অবাক হয়ে যেতে হয়, আর এই বিষয়ে চর্চাকারীদের বলা হয় Stamp Collectors। খুব গর্বের বিষয় হলো, বৃটিশ ভারতে এই চর্চাকারীদের সংস্থা The Philately Society of India প্রথম গড়ে ওঠে খোদ কোলকাতাতেই, ১৮৯৭ সালের ৬ই মার্চ। প্রথম প্রেসিডেন্ট হন স্যার চার্লস স্টুয়ার্ট-উইলসন কেসিআইই, এবং ভাইস-প্রেসিডেন্ট হন লেডি কলেন, অধ্যাপক ও.ভি. মুলার এবং মেজর সিএইচ.আই. হপকিন্স। প্রথম ভারতীয় সদস্য হন সি.কে. দত্ত (১৯০৭)। তারপর থেকেই ভারতীয়দের মধ্যে এই বিষয়টি জনপ্রিয় হয়ে ওঠে। কোলকাতা জেনারেল পোস্ট অফিসে রয়েছে এনাদের অফিস। এখানে একটা ক্লাবও রয়েছে এনাদের, যেখানে কিছু স্থায়ী প্রদর্শনীও চলে, যার উদ্বোধন হয়েছে ২৬শে ফেব্রুয়ারী ২০২১ সালে। ফিলানটেলিক ব্যুরোর অফিসে আপনি দেখতে পাবেন প্রচুর দুষ্প্রাপ্য ডাকটিকিট, সাথে কিনতেও পারেন বিক্রির জন্য রাখা ড...