কোলকাতার প্রাচীনতম স্কটিশ চার্চ, আর সম্মানের লড়াইয়ের গল্প (Calcutta's Oldest Scottish Church and story of ego clash)
বাঙালির পুরোনো অফিসপাড়া হলো ডালহৌসি স্কোয়ার অঞ্চল, অধুনা বি.বি.ডি. বাগ। এই অঞ্চলের এক কোণে দাঁড়িয়ে আছে একটি শ্বেতশুভ্র চার্চ, যার সামনে আছে ওল্ড কোর্ট হাউস স্ট্রীট, বামদিকে রাইটার্স বিল্ডিং, আর ডানদিকে লালবাজার। চার্চটির নাম সেন্ট এন্ড্রুজ চার্চ (St Andrew's Church, also known as the Kirk), ঠিকানা ১৫নং বি.বি.ডি. বাগ, কোলকাতা - ৭০০ ০০১ । সেন্ট এন্ড্রুজ ছিলেন প্রভু যীশুর ১২ জন শিষ্যদের মধ্যে একজন। যীশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং ফিরে আসার কিছুদিন পরে, সেন্ট এন্ড্রুজ বেরিয়ে পরেছিলেন প্রভুর বার্তা প্রচার করতে। অনেক জায়গা ঘুরে, করিন্থ উপসাগরের তীরে পাট্রাস নগরে এসে, তিনি ধর্মপ্রচারে বাধাপ্রাপ্ত হন, এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় (ক্রুশে বিদ্ধ করে)। কথিত আছে, স্কটল্যান্ডের এক মন্দিরে তার অস্থি রাখা হয়, এবং স্কটল্যান্ডের অধিবাসীরা ওনাকে নিজেদের গুরু না সন্তরূপে (Patron Saint) গ্রহণ করে। এবার এই চার্চের পত্তনের গল্পে আসা যাক। রেভারেন্ড ডক্টর জেমস ব্রাইস (Rv. Dr. James Brice) কোলকাতায় প্রথম স্কটল্যান্ডের প্রোটেস্টান্টদের সংগঠন শুরু করেন, ইংরেজি ১৮১৫ খ্রিস্টাব...