Posts

Showing posts from January, 2022

চার্চ অফ আওয়ার লেডি অফ ডলার্স, শিয়ালদা (Church Of Our Lady Of Dolours, Sealdah)

Image
শিয়ালদা স্টেশনের কাছে রয়েছে একটি বিখ্যাত বাজার, যার নাম কোলে মার্কেট। বি বি গাঙ্গুলি স্ট্রিটের ওপরে অবস্থিত এই বাজারের মধ্যেই আছে একটি ক্যাথলিক চার্চ, যার নাম Church Of Our Lady Of Dolours. এটি একটি পর্তুগিজ চার্চ এবং সেই ভাষায় এর নাম হল NOSSA SENHOVA DES DORES. মিসেস গ্রেস এলিজাবেথ নামে একজন ধনী ক্যাথােলিক বিধবা ভদ্রমহিলা ১৮০৮ খ্রিস্টাব্দে বৈঠকখানা অঞ্চলে এই গির্জা প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। এই উদ্যোগে তাকে সাহায্য করেন চার পর্তুগিজ ভদ্রলোক - দিয়েগাে প্রেইরা, জোসেফ প্রেইরা, ফিলিপ লিস, এবং চার্লস কর্নেলিয়াস। গির্জার নির্মাণ শেষ হয় ১৮০৯ খ্রিষ্টাব্দে এবং উদ্বোধন হয় তার পরের বছর। গির্জাটি উৎসর্গ করা হয়েছিল শােকাতুরা মাদার মেরির প্রতি। যীশু ক্রুশে প্রাণদানের পর, মাদার মেরির যে শােক... তারই ভাবনা প্রতিফলিত হয় গির্জার নামে। বলতে গেলে, মাদার মেরির স্মরণে কলকাতায় এটিই হল সর্বপ্রথম গির্জা। এছাড়াও, অবিভক্ত বঙ্গদেশে এই গির্জাতেই প্রথম বাংলা-ভাষায় প্রার্থনা পরিচালিত হত। গ্রেস এলিজাবেথ খ্রিস্টান বালক-বালিকাদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচারের জন্য প্রতিষ্ঠা ...

Magen David Synagogue, Kolkata

Image
One of India’s grandest synagogues, and designated by sources as among the largest in Asia, Magen David (Hebrew for Shield of David) has for more than a century-and-a quarter been a landmark work of architecture in Kolkata. The last of the city’s main synagogues to be realized, it was dedicated on the 11th of September 1884 when the Baghdadi Jewish community was thriving. Located at Biplabi Rash Berhari Road (formerly Canning Street) and Brabourne Road (with Old China Bazar and Indra Kumar Karnani Streets running to the rear sides of the property), this prominent site in central Kolkata had been the site of Neveh Shalome (Hebrew for Oasis of Peace) Prayer Hall, a Baghdadi Jewish house of prayer, until it was demolished in 1883 (and later rebuilt in 1911 as a larger synagogue next door). The synagogue was made possible through the generous donation of a Kolkata Baghdadi Jew, Elias David Joseph Ezra in memory of his father, David Joseph. Ezra had settled in Kolkata from Baghdad and amass...

নবদেবালয় ও ব্রাহ্ম সমাধিস্থল (Nabadebalay and Brahmo Cemetery)

Image
আজকের রাজাবাজার অঞ্চলে যে ভিক্টরিয়া কলেজ আছে, তা একসময় ছিল বিখ্যাত ব্রাহ্মনেতা কেশব চন্দ্র সেনের বসতবাড়ি... "কমল কুটির"। বর্তমানে এই বাড়িতে কলেজ স্থাপিত হলেও, একটি ব্রাহ্ম-উপাসনালয় রয়েছে এই বাড়িতে... যার নাম "নবদেবালয়"। এই নবদেবালয় সংলগ্ন জমিতে রয়েছে ব্রাহ্ম সমাধিস্থল, যাতে রয়েছে কেশব সেন ও তার পরিবারের সমাধি। এছাড়াও কিছু বিশিষ্ট ব্রাহ্ম ব্যক্তিত্বের সমাধি আছে এখানে। এই সমাধিস্থলে যে বিষয়টি সবথেকে আকর্ষণীয়, তা হলো এই সমাধিগুলোর স্থাপত্যরীতি। এগুলো সবার থেকে আলাদা। একমাত্র এখানেই আমি দেখেছি হিন্দু, মুসলিম ও খ্রিষ্টানধর্মের প্রতীক একসাথে ব্যবহার করা হয়েছে। সমাধিগুলোতে রয়েছে 'ওঁ' (হিন্দুধর্মের প্রতীক), ক্রস (খ্রিষ্টানধর্মের প্রতীক), এবং অর্ধচন্দ্র (মুসলিমধর্মের প্রতীক)। এটি মহান রাজা রামমোহন রায়ের দর্শনের প্রকৃত প্রতিফলন। তিনি গোঁড়া হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন। প্রকৃতপক্ষে, তিনি ইসলাম, খ্রিস্টান এবং সুফিবাদের একেশ্বরবাদ এবং মূর্তিপূজা ...