চার্চ অফ আওয়ার লেডি অফ ডলার্স, শিয়ালদা (Church Of Our Lady Of Dolours, Sealdah)
শিয়ালদা স্টেশনের কাছে রয়েছে একটি বিখ্যাত বাজার, যার নাম কোলে মার্কেট। বি বি গাঙ্গুলি স্ট্রিটের ওপরে অবস্থিত এই বাজারের মধ্যেই আছে একটি ক্যাথলিক চার্চ, যার নাম Church Of Our Lady Of Dolours. এটি একটি পর্তুগিজ চার্চ এবং সেই ভাষায় এর নাম হল NOSSA SENHOVA DES DORES. মিসেস গ্রেস এলিজাবেথ নামে একজন ধনী ক্যাথােলিক বিধবা ভদ্রমহিলা ১৮০৮ খ্রিস্টাব্দে বৈঠকখানা অঞ্চলে এই গির্জা প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। এই উদ্যোগে তাকে সাহায্য করেন চার পর্তুগিজ ভদ্রলোক - দিয়েগাে প্রেইরা, জোসেফ প্রেইরা, ফিলিপ লিস, এবং চার্লস কর্নেলিয়াস। গির্জার নির্মাণ শেষ হয় ১৮০৯ খ্রিষ্টাব্দে এবং উদ্বোধন হয় তার পরের বছর। গির্জাটি উৎসর্গ করা হয়েছিল শােকাতুরা মাদার মেরির প্রতি। যীশু ক্রুশে প্রাণদানের পর, মাদার মেরির যে শােক... তারই ভাবনা প্রতিফলিত হয় গির্জার নামে। বলতে গেলে, মাদার মেরির স্মরণে কলকাতায় এটিই হল সর্বপ্রথম গির্জা। এছাড়াও, অবিভক্ত বঙ্গদেশে এই গির্জাতেই প্রথম বাংলা-ভাষায় প্রার্থনা পরিচালিত হত। গ্রেস এলিজাবেথ খ্রিস্টান বালক-বালিকাদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচারের জন্য প্রতিষ্ঠা ...