Posts

Showing posts from July, 2020

দক্ষিণ চব্বিশ পরগণার প্রাচীনতম দেওয়ালচিত্রের গল্প (The story of only oldest Fresco at South 24 Parganas)

Image
দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দিয়ে যে শিয়ালদা-লক্ষীকান্তপুর ট্রেনটি চলে, সেটি দাঁড়ায় 'বহরু' নামের এক স্বল্পখ্যাত স্টেশনে। আজকাল জয়নগরের সাথে মোয়ার লড়াইতে লোকজন বহরুর নাম জানতে শুরু করেছে। অনেকেই কিন্তু জানে না, এই বহরুতেই এমন একটি জিনিস আছে, যা এই জেলাতে এক ও অদ্বিতীয়। আদিগঙ্গার পশ্চিম-পাড়ে এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায় ১৬৮৬ খ্রিস্টাব্দে, কৃষ্ণরাম দাস রচিত রায়মঙ্গলে। তখন এই অঞ্চলের পরিচিতি ছিল 'বড়ুক্ষেত্র' নামে। - "সঘনে দামামা ধ্বনি শুনি রায় গুণমনি বড়ুক্ষেত্র বহিল আনন্দে"। পরবর্তীকালে এই অঞ্চলের জমিদার হন বসুরা, আর তারাই বহরু বাজারের কাছে স্থাপন করেন পাঁচটি আটচালা শিবমন্দির (প্রতিষ্ঠার সময় সম্ভবতঃ ১২৪৬ বঙ্গাব্দে)। ২০০৫ সালে এই মন্দিরগুলোর আমূল সংস্কার হবার পরে, এর প্রাচীনত্ব লোপ পেয়েছে। মন্দিরগুলো থেকে অদূরেই রয়েছে মাঠের মধ্যে একটি চারচালা দোলমঞ্চ, যার উচ্চতা প্রায় ৪০ ফুট। এখানে রয়েছে ফ্যানলাইটের কাজ এবং তার সাথে দেখা যায় অপেক্ষাকৃত সরু আয়নিক স্তম্ভের ব্যবহার। পুরো মঞ্চটি চুনকাম করে ১২টা বাজিয়ে দেওয়া হয়েছে...